সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | মুম্বইয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ, রক্ষণ নিয়ে চিন্তায় চের্নিশভ

Sampurna Chakraborty | ১৪ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৫৯Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটে হার, একটা ড্র। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে মহমেডান স্পোর্টিং‌য়ের। ১০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিল তলানিতে কলকাতার তৃতীয় প্রধান। একটা সময় ইস্টবেঙ্গল তাঁদের পেছনে ছিল। কিন্তু জোড়া জয়ে ইস্টবেঙ্গল সাদা কালো ব্রিগেডকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে। এবার জয় ছাড়া কোনও গতি নেই। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। আইএসএলের অন্যতম সফল দল এবার ছন্দে নেই। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রয়েছে। দল ভেঙে গিয়েছে। একাধিক প্লেয়ার অন্যান্য দলে যোগ দেওয়ায় এবার চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না মুম্বইকে। এই সুযোগটাই কাজে লাগাতে হবে মহমেডানকে‌। তবে ছন্দে না থাকা দলের বিরুদ্ধে লড়াইও সহজ হবে না, এমনই ধারণা সাদা কালোর রুশ কোচের। 

চোটের জন্য জোসেফ এবং গৌরবকে পাওয়া যাবে না। তাঁদের অনুপস্থিতি যে দলের খেলার প্রভাব ফেলবে মেনে নিলেন চের্নিশভ। তবে জানান, বাকিদের দায়িত্ব নিতে হবে। চের্নিশভ বলেন, 'দলের দু'জন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছাড়া খেলা কঠিন। ওরা একটানা ভাল খেলছিল। সেই জায়গায় এবার নতুনদের মানিয়ে নিতে হবে। পাঞ্জাবের বিরুদ্ধেও পুরো দলকে পাইনি। তবে এরকম হতেই পারে। প্লেয়ারদের দায়িত্ব নিতে হবে। সেই মানসিক শক্তি থাকা দরকার। মুম্বই কয়েকটা ম্যাচে ভাল খেলতে পারেনি। কিন্তু ওরা কামব্যাক করতে মরিয়া থাকবে।' একটানা ব্যর্থতায় কোচ বদলের ডাক উঠেছে। সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তবে এইসব নিয়ে ভাবতে চান না রুশ কোচ। মাঠেই ফোকাস করতে চান। চের্নিশভ বলেন, 'আমি মাঠের বাইরের আওয়াজে কান দিই না। আমার কাছে গুরুত্বপূর্ণ মাঠে নেমে প্লেয়ারদের সঙ্গে কাজ করা। ওদের ম্যাচের জন্য প্রস্তুত করাই আমার কাজ। বাকি জিনিসে আমার আগ্রহ নেই।'

মহমেডান যে প্রতি ম্যাচে খুব খারাপ খেলছে, তেমন নয়। কিন্তু কনভার্সন রেট ভাল না। একাধিক গোল মিস হচ্ছে। ফাঁকা গোল বাইরে মারছেন মাঞ্জোকি, রেমসাঙ্গারা। এর ওষুধ খোঁজার চেষ্টা করছেন চের্নিশভ‌। প্লেয়ারদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। এই প্রসঙ্গে মহমেডান কোচ বলেন, 'আমাকে এদের নিয়েই কাজ করতে হবে। উন্নতি করার চেষ্টা করতে হবে। আক্রমণভাগ আরও ভাল কীভাবে করা যায় সেদিকে নজর দিচ্ছি। গোলের সুযোগ পেয়েও গোল করতে পারছে না ফুটবলাররা। তারপর আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। তার প্রভাব ম্যাচে পড়ছে। ওদের বলেছি, বড় প্লেয়াররাও ভুল করে। ফুটবলে এটা হতেই পারে। তবে মনোবল হারানো চলবে না।' মুখে বাইরের আওয়াজে কান দেন না বললেও এদিন সাংবাদিক সম্মেলনের শেষে নাম করে করে মহমেডান কর্তাদের ধন্যবাদ জানান চের্নিশভ। তাহলে কি রেজাল্ট আশানুরূপ না হলে রবিবারই বিদায় ঘন্টা বেজে যাবে রুশ কোচের? 


Mohammedan SportingMumbai City FCIndian Super League

নানান খবর

নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া